জালনোট ও বাংলাদেশী টাকা সহ গ্রেফতার ১
তিন লক্ষ টাকার জালনোট, ৪২ হাজার ৫০০ টাকার আসল নোট ও ৬৪২ টাকার বাংলাদেশি নোট সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী জালনোট, আসল নোট এবং বাংলাদেশী টাকা সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের নাম আনিসুর রহমান (৫৫)। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ টাকার ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। পাশাপাশি ৪২ হাজার ৫০০ টাকার আসল ভারতীয় টাকা ও বাংলাদেশের ৬৪২ টাকা উদ্ধার হয়েছে ধৃতের হেপাজত থেকে। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments