সরকারি ভাতার টাকা ফেরত চেয়ে নোটিশ
top of page

সরকারি ভাতার টাকা ফেরত চেয়ে নোটিশ

সরকারি ভাতার টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠানো হল মহিলাদের। বিডিওর নাম করে পাঠানো সেই নোটিশে টাকা ফেরত না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক-১ নম্বর ব্লকে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।


ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনার সময় লকডাউনের জেরে সমস্যায় পড়েন বহু মানুষ। সেই সময় মহিলাদের বার্ধক্য, বিধবা ও মানবিক ভাতা দেওয়া হয়। আর সেখানেই বেআইনি কাজের অভিযোগ ওঠে। কালিয়াচক-১ নম্বর ব্লকে পঞ্চায়েতগুলি থেকে প্রচুর নাম পাঠানো হয়। একই উপভোক্তার নামে একাধিক ভাতার আবেদন করা হয়। সেই তালিকা যাচাই না করেই বরাদ্দ করে দেন তৎকালীন বিডিও। জানা যাচ্ছে, সরকারি সেই টাকা ফেরত পেতেই বর্তমান বিডিও সেলিম হাবিব হায়দার এই ব্লকের ১৪টি গ্রামপঞ্চায়েতের প্রায় ৭০০ জন মহিলা উপভোক্তার কাছে এই নোটিশ পাঠিয়েছেন৷


সুজাপুরের এক মহিলা মনজুরা বিবি জানান, বিডিওর তরফে নোটিশ করা হয়েছে আমি নাকি একই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মানবিক ভাতার সুবিধে ভোগ করছি। আর এটা আইন-বিরুদ্ধ কাজ। তাই আমাকে অতিরিক্ত প্রাপ্ত ১৯ হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখি তিন দফায় ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা পেয়েছি। তাহলে আমি বাকি ১০ হাজার টাকা কোথা থেকে দেব?


বিডিও সেলিম হাবিব হায়দার জানান,

একই মানুষ একাধিক সরকারি ভাতা পেতে পারেন না৷ যারা একাধিক ভাতা নিয়েছেন, তাঁদের ভাতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আইন মোতাবেক কাজ করা হচ্ছে৷

জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান,

বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন। সারা বছরই বিভিন্ন ভাতার প্রাপকের তালিকার সংশোধন, সংযোজন কিংবা নাম বিয়োজনের প্রক্রিয়া চলে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page