top of page

দুর্গাপুজোর জন্য পদ্ম সংরক্ষণ হচ্ছে হিমঘরে

দুর্গাপুজোতে পদ্ম ফুলের যোগান দিতে এখন থেকে হিমঘরে পদ্মফুল সংরক্ষণের কাজ শুরু করেছে পদ্মচাষিরা। এবছরের পদ্ম উৎপাদন খুব একটা ভালো না হলেও চাষিরা আশা করছেন পুজোর সময় পদ্মের ভালো দাম পাবেন।


মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা একটি হিমঘরের মালিক উজ্জ্বল সাহা জানিয়েছেন, দুর্গাপুজোর প্রাক্কালে এখন থেকে পদ্মফুল হিমঘরে সংরক্ষিত করে রাখার জন্য নিয়ে আসছেন চাষিরা। দুর্গাপুজোয় ১০৮টি করে পদ্মফুল প্রয়োজন হয়। পুজোর সময় যাতে ফুলের যোগান না কমে, প্রতিটি পুজো কমিটি যেন রীতি মেনে পুজো করতে পারেন তা সুনিশ্চিত করতে চাষিরা এখন থেকে পদ্মফুল হিমঘরে সংরক্ষণ করছেন।



যদুপুর-১ গ্রামপঞ্চায়েতের কমলাবাড়ি এলাকার পদ্ম চাষি প্রদীপ মণ্ডল জানান, করোনা সংক্রমণের মধ্যে গত বছর পদ্মচাষে কিছুটা ঘাটতি হয়েছিল। কিন্তু এবছর পদ্মচাষে খানিকটা উন্নতি হয়েছে। এখন থেকে পুজোর জন্য পদ্মফুল সংরক্ষণ করা হচ্ছে। দুর্গাপুজোতে ১০৮টি পদ্ম লাগে। প্রতিটি পুজো উদ্যোক্তা যেন পদ্মফুল পান তা সুনিশ্চিত করতেই এখন থেকে ফুল সংরক্ষণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, পুজোর সময় পদ্মফুল বিক্রি করে খানিকটা লাভের মুখ দেখা যাবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page