আইনজীবীর ফোন চুরি, ২৪ ঘণ্টার মধ্যে ধৃত চোর
আইনজীবীর বাড়ি থেকে মোবাইল চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোর সহ দুটি স্মার্টফোন ফোন উদ্ধার করল চাঁচল থানার পুলিশ। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
জানা গিয়েছে, আসামির পরিবারের সদস্য পরিচয় দিয়ে চাঁচল মহকুমা আদালতের আইনজীবী রাখি চৌধুরির বাড়িতে ঢোকে এক যুবক, তপন সাহা (২৬)। সুযোগ বুঝে বাড়ি থেকে দুটি দামি স্মার্টফোন ফোন চুরি করে পালায় সে। পরদিনই চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ওই যুবককে বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেফতার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios