top of page

বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা সহ ধৃত কারবারী

গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকা সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



ধৃত প্রৌঢ়ের নাম আবদুল সৈয়দ (৫৯)। বাড়ি কালিয়াচক থানার আলিপুর শিরোটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই প্রৌঢ়ের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় ১ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা এবং নগদ ১০ লক্ষ ৮ হাজার টাকা। পুলিশের প্রাথমিক অনুমান নিজের বাড়ি থেকেই ওই প্রৌঢ় গাঁজার কারবার করতেন। পুলিশি হেপাজতের আবেদনে আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page