top of page

পুলিশের জালে পিস্তল, কার্তুজ ও লক্ষ টাকার জাল নোট সহ ব্যক্তি

এক লক্ষ টাকার জালনোট ও পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপনসূত্রে খবর পেয়ে গতকাল গভীররাতে কালিয়াচক থানার পুলিশ দারিয়াপুরে থানা দিয়ে কার্তুজ ও পিস্তল সহ এক লক্ষ টাকার জাল নোট (#FakeNote) সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে৷ ধৃত ব্যক্তির নাম আলিম শেখ (২৮)৷ বাড়ি কালিয়াচক থানার দারিয়াপুরের নয়াবাসি এলাকায়৷ ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে৷



কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির হেপাজত থেকে ১ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২ হাজার টাকার৷ পাশাপাশি ধৃত ব্যক্তির হেপাজত থেকে একটি ৯ এমএম পিস্তল ও ৫টি কেএফ ৯ এমএমের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ ধৃত ব্যক্তিকে পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page