অনাথ আশ্রম শিলান্যাস করতে মালদায় পরিচালক ইকবাল দুরানি
দুঃস্থ ও গরিব বাচ্চাদের বাসস্থানের জন্য অনাথ আশ্রমের শুভ শিলান্যাস হল মঙ্গলবার। শিলান্যাস করেন বলিউডের বিখ্যাত অভিনেতা তথা পরিচালক ইকবাল দুরানি। ২৫ বছর আগে দুঃস্থ ও অনাথ শিশু-কিশোরদের সাথে নিয়ে পথ চলা শুরু করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। ২০০৫ সালে সরকারিভাবে অনুমোদন পায় ওই সংস্থা। বর্তমানে ১১০ জন অনাথ শিশু-কিশোর এই স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
ইকবাল দুরানি জানান, একটি সিনেমায় আমি বাচ্চা অপহরণের অভিনয় করেছিলাম। আজ এখানে এসে অনাথ বাচ্চাদের দুঃখ কষ্ট হরণ করার চেষ্টা করছি। নিজের সাধ্যমতো এই আশ্রমে আর্থিক সাহায্য করব।
স্বেচ্ছাসেবক সংস্থার সম্পাদক গোলাম রশিদ জানান, ২৫ বছর আগে অনাথ শিশু-কিশোরদের নিয়ে আমাদের এই সংস্থা শুরু হয়েছিল। বর্তমানে আমাদের হেপাজতে ১১০ জন শিশু-কিশোর রয়েছে। এই শিশু-কিশোরদের থাকার জন্য আশ্রম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রথম পদক্ষেপ শিলান্যাস।
Comments