স্ত্রীকে প্রতারণা, পাঁচ বছরের সাজা ঘোষণা
top of page

স্ত্রীকে প্রতারণা, পাঁচ বছরের সাজা ঘোষণা

প্রথম স্ত্রীকে মারধর ও তাঁর সর্বস্ব লুঠ করে দ্বিতীয় বিয়ে করেছিল স্বামী। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার বিচারক ওই স্বামীকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা আদালত চত্বরে।



জানা গেছে, সাজাপ্রাপ্ত স্বামীর নাম জয়ব্রত গাঙ্গুলি৷ বাড়ি মালদা শহরের বিবেকানন্দ পল্লিতে। ২০১০ সালে মালদা শহরেরই সুভাষপল্লির এক যুবতির সঙ্গে তার বিয়ে হয়৷ কিন্তু নিজের বিবাহিত স্ত্রীকে গোপন করে ২০১৩ সালের ১ এপ্রিল শিলিগুড়ির যাদবপল্লির আরেক যুবতিকে বিয়ে করে জয়ব্রত৷ বিয়ের পর ২৯ এপ্রিল সে বাড়ি ফিরে প্রথম স্ত্রীকে মারধর করে তাঁর ২০ ভরি সোনার গয়না ও প্রায় ২ লক্ষ টাকা নিয়ে সে বাড়ি থেকে চলে যায়৷ বেশ কিছুদিন পর জয়ব্রতর বাবা মৃণালকান্তি গাঙ্গুলি ফোন করে প্রথম স্ত্রীর বাবা-মাকে বলেন, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে৷ অপহরণকারীরা ছেলের বিয়ের সমস্ত নথি দাবি করছে৷ মৃণালবাবুর কথায় কান না দিয়ে প্রথম স্ত্রী ও তাঁর পরিবারের লোকজন জয়ব্রতর খোঁজ শুরু করেন৷ জয়ব্রত’র খোঁজে নেমে তাঁরা জানতে পারেন, দ্বিতীয় বিয়ে করে শিলিগুড়িতে বসবাস করছে জয়ব্রত। বিষয়টি জানতে পেরেই প্রথম স্ত্রী জয়ব্রতর বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ৪৯৪ ধারায় মামলা রুজু করে পুলিশ৷ মালদা জেলা আদালতেই সেই মামলা চলছিল৷


এই মামলার সরকারি আইনজীবী মহম্মদ ইকবাল আলম আফজা বলেন, প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জয়ব্রত গাঙ্গুলির বিরুদ্ধে মামলা রুজু হয়৷ আজ মালদা জেলা আদালতের অ্যাডিশনাল সেশনস্ জজ দ্বিতীয় কোর্টের বিচারক দেবব্রত কুণ্ডু ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page