top of page

রতুয়ায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রতুয়ার আটগামা এলাকায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দুটি আম গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



মৃত যুবকের নাম বিজয় মণ্ডল। বাড়ি রতুয়া থানার হরিপুর গোপী গ্রামে। মৃত ওই তরুণীর নাম রাধা মণ্ডল। রাধা রতুয়ার আটগামা এলাকার বাসিন্দা। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল রাধা। দেড় বছর আগে ওই তরুণীর দিদির সাথে বিয়ে হয় বিজয়ের দাদার। বিয়ের কিছুদিন পর থেকে বিজয় ও রাধার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে দাবি পরিবারের। আজ সকালে উভয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page