ডাক্তারের চেয়ারে গ্রুপ-ডি স্টাফ! দিচ্ছেন পরিসেবা
চিকিৎসা করছেন গ্রুপ-ডি স্টাফ। বিশ্বাস না হলেও এমনই ছবি ধরা পড়েছে বামনগোলা ব্লকের জগদ্দলা গ্রামপঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিষয়টি ব্লক স্বাস্থ্য দফতর এমনকি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর ধরে অ্যালোপ্যাথি চিকিৎসা বন্ধ হলেও হোমিওপ্যাথি চিকিৎসা চলে ওই স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রে তিনজন গ্রুপ-ডি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে একজন হোমিওপ্যাথি চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছেন। রঞ্জিত দাস নামে ওই গ্রুপ-ডি কর্মীর দাবি, চিকিৎসক ছুটিতে যাওয়ার আগে তাঁকে রোগী দেখে ওষুধ দিতে বলেছেন। বিষয়টি জানতে পেরেই ক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা বিষয়টি ব্লক প্রশাসন, বিএমওএইচ, সিএমওএইচকে লিখিতভাবে জানালেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ঘটনাপ্রসঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[ আরও খবরঃ চিকেনের দাম কমাতে উদ্যোগ প্রাণীসম্পদ দফতরের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments