কাঠুয়ায় গণধর্ষণ: আসিফা’র জন্যে মালদাবাসী
top of page

কাঠুয়ায় গণধর্ষণ: আসিফা’র জন্যে মালদাবাসী

‘ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষিতার কোনো ধর্ম হয় না’। এমনই সুর শোনা গেল কাশ্মীরের নিষ্পাপ নাবালিকা আসিফা বানুর নৃশংস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে পথে নামা মালদা জেলার সমস্ত স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কণ্ঠে। সমগ্র ভারত যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতিবাদের ঝড় তুলেছে, তখন রাতপ্রহরী, রেইজ ইয়োর ভয়েস, মুক্ত ভাবনা যুক্ত স্বর,‌ মনীষী স্মরণ কমিটি প্রভৃতি সংস্থার সহায়তায় মালদা জেলার সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জোরালো প্রতিবাদে আরও এক টুকরো সাহস পেল হয়তো ধর্ষিতা আসিফা।


মঙ্গলবার মালদার বৃন্দাবনী মাঠে এই বিপুল জমায়েতের মূল উদ্যোক্তা সতেরো বছরের নীলাব্জ‍ ভট্টাচার্য জানান, ‘ভবিষ্যতে যাতে আর কোনো দ্বিতীয় আসিফা এই ভারতে সৃষ্টি না হয়, তার জন্য আজ এই জমায়েত থেকেই আমাদের প্রত্যেককে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। যতদিন না আসিফা’র মতো মেয়েরা সুবিচার পাবেন ততদিন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে’। এই প্রতিবাদের পরিকল্পনার মূল উৎস ছিল বন্ধুদের সান্ধ্য আলোচনায়, এমনই কথা জানা গেল নীলাব্জ‍’র বন্ধু গীর্বাণ সরকার ও ধীরোদাত্ত চৌধুরি’র মুখে। ‘নিজের বাড়িতে মা-বোন থাকলে ধর্ষকদের জঘন্য লালসার স্বীকার আট বছরের ছোট্ট আসিফাকে হতে হত না। এটা সমাজের লজ্জা, মানবতার লজ্জা’ - আবেগ তাড়িত গলায় এমনই কথা বলতে শোনা গেল ঈশাকা দাস ও মধুরিমা সাহাকে। ‘একজন মেয়ে হিসেবে এই সমাজে নিরাপত্তাহীনতায় ভুগছি’ - এমনই মত পোষণ করলেন রাতপ্রহরী’র সদস্যা অন্বেষা চ‍্যাটার্জি। মালদা থিয়েটার প্ল্যাটফর্ম-এর সদস্য মান্না হালদার ও রত্নাশ্রী দেব-এর মতে, মোমবাতি মিছিলে মোমবাতির আলো নেভার সাথে সাথে প্রতিবাদের আগুন যেন নিভে না যায়। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তাঁরা। এই প্রতিবাদে শুধু স্কুল-কলেজের পড়ুয়ারা নয়, প্রবীণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুক্ত ভাবনা যুক্ত স্বর-নাগরিক মঞ্চের সদস্য নবেন্দু চ‍্যাটার্জি বলেন, ‘একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত। পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র নিজেদের আধিপত্য বিস্তারের জন্যে পুরুষজাতির নারী সমাজের প্রতি এই নৃশংস আচরণ কখনো কাম্য নয়’। ফেসবুক, হোয়াটস অ্যাপ-এর বাইরে পথে নেমে নবীন প্রজন্মের প্রতিবাদ দেখে আপ্লুত মুক্ত ভাবনা নাগরিক মঞ্চের আরেক নাগরিক প্রদীপ বাগচি। বৃন্দাবনী মাঠ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ফোয়ারা মোড়ে। সেখানে একটি প্রতিবাদ সভার ও আয়োজন করা হয়। সেখানে সবার কণ্ঠে ধ্বনিত হয়, ‘উই ওয়ান্ট জাস্টিস’।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page