ঢাকের তালে শুরু হল সুপ্রাচীন কাঁটা নৃত্য
top of page

ঢাকের তালে শুরু হল সুপ্রাচীন কাঁটা নৃত্য



গাছের ডাল কাটা থেকে শুরু করে নৃত্য পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি চলে ঢাকের তালে তালে

সোমবার কাঁটা নাচের মাধ্যমে শুরু হল পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব। উল্লেখ্য প্রতিবছর বৈশাখ মাসের শেষ তিন দিন বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক রীতি মেনে পুরাতন মালদায় চলে গম্ভীরা উৎসব। এর অন্যতম প্রথম অংশটি হল কাঁটা নৃত্য।


এই কাঁটা নৃত্য যেদিন পরিবেশন করা হয় তার আগের দিন বিকেলে যাঁরা কাঁটা নৃত্য করেন তাঁরা বনকুল গাছের কাঁটা ডাল ও তার সঙ্গে নিসিন্দা গাছের ডাল কেটে নিয়ে এসে নিকটবর্তী মহানন্দা নদীতে স্নান করেন। এরপরে কাঁটা গাছের ডালগুলিকে ভালো করে ধুয়ে স্থানীয় দেবালয়ে রেখে দেওয়া হয়। পরদিন সকালে নদীতে স্নান সেরে সেই ভেজা জামা কাপড়ে এই কাঁটা নৃত্য শুরু করা হয়। একেকটি দলে ১০ থেকে ১২ জন করে থাকে। যাঁরা কাঁটা নৃত্য করেন তাঁরা এলাকার বিভিন্ন শক্তি মন্দিরগুলোতে অথবা শিব মন্দিরের সামনে এই কাঁটা নৃত্য পরিবেশন করেন। গাছের ডাল কাটা থেকে শুরু করে নৃত্য পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি চলে ঢাকের তালে তালে।


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page