ঋণের দায়ে ফের আত্মহত্যা কৃষকের
ঋণের দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন গাজোল থানা এলাকার শংকরপুর গ্রামের এক কৃষক। মৃত কৃষকের নাম মঙ্গল হেমব্রম (৫০)।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গল হেমব্রমের দুই বিঘা ধানের জমি ছিল। এবছর তুলনামূলক বৃষ্টি কম হওয়ায় তাঁর জমিতে জলের সমস্যা দেখা দিয়েছিল। ঠিকমতো জল না পেয়ে ধান গাছগুলি মারা যায়। এদিকে, চাষের জন্য মহাজনের কাছ থেকে সাত-আট হাজার টাকা ঋণ নিয়েছিল মঙ্গলবাবু। গতকাল রাতে বাড়িতে কীটনাশক খেয়ে নেন মঙ্গলবাবু। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসেন। এদিন ভোরে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, চাষের ক্ষতি হওয়ায় ও মাথায় ঋণের বোঝা সামলাতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন মঙ্গলবাবু। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন তিনি।
Comments