গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রকাশ
top of page

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রকাশ

২০১৭-১৮ সালের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ হল ১০০ কোটি ৪৩ লক্ষ ৮৬ হাজার টাকা৷ গতবছরের বাজেট থেকে ১৭ কোটি টাকা কম৷ ২০১৬-১৭ সালে বাজেট বরাদ্দ ছিল ১১৭ কোটি ৮ লক্ষ ৬১ হাজার টাকা৷ এবছরের বাজেটে বেতন বাবদ খরচ ধরা হয়েছে ২৭ কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকা৷ পরিকল্পনা খাতে ধরা হয়েছে ৪৯ কোটি ৬৯ লক্ষ টাকা৷ গতবছর এই খাতে খরচ ধরা হয়েছিল ৬৯ কোটি টাকা৷ পরীক্ষা নিয়ামক বিভাগে এবছর খরচ ধরা হয়েছে ১০ কোটি ৭১ লক্ষ ৮২ হাজার টাকা৷ গতবছরের থেকে ৩ কোটি টাকা বেশি৷


কেন এত বেশি? এর উত্তরে ফিনান্স দপ্তরের কর্মীদের বক্তব্য, ২০১৬-১৭ সালে পরীক্ষা নিয়ামক বিভাগে ৭ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট তৈরি হলেও খরচের সঙ্গে কোনও মিল নেই৷ যেমন, পরীক্ষার সময় ওয়েবক্যাম বসাতে খরচ করা হয়েছে ১ কোটি টাকার উপর৷ শুধুমাত্র ক্যামেরা ভাড়াতেই এই খরচ হয়েছে৷ এছাড়াও কনফিডেনসিয়াল দুটি কোম্পানিকে বিল মেটানো হয়েছে ৪ কোটি টাকার উপর৷ যা বাজেট বরাদ্দে ধরাই ছিল না৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১৪৬ জন শিক্ষকের বেতন খাতে খরচ ধরা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ টাকা৷ ১২২ জন ক্যাজুয়াল কর্মীর বেতন বাবদ খরচ ধরা হয়েছে ২ কোটি ৬ লক্ষ ৪১ হাজার টাকা৷ বিশ্ববিদ্যালয়ের খরচ এবং বাজেটের সঙ্গে এতদিন কোনও সামঞ্জস্য ছিল না৷ কর্মী ও শিক্ষকদের বক্তব্য, ২০১৩ সালের পর থেকে খরচের পরিমাণ দ্বিগুন থেকে ৩ গুন হয়েছে৷ যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিভাগে খরচ হয়ে থাকে বছরে ৫০ লক্ষ টাকা, সেখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সালে ওই বিভাগে খরচ হয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা৷ ২০১০-১১ সালে সেই খরচ ছিল ৪৩ লক্ষ ৭৭ হাজার টাকা ৷ ২০১১-১২তে হয়েছে ৭৩ লক্ষ ১২ হাজার টাকা৷ ২০১২-১১৩ তে হয়েছে ৯১ লক্ষ ৫৩ হাজার, ২০১৩-১৪ তে হয়েছে ৬৩ লক্ষ, ২০১৪-১৬ সালে হয়েছে ১ কোটি ৯৮ লক্ষ টাকা৷ ২০১৫-১৬তে হয়েছিল ২ কোটি ৬১ লক্ষ৷ অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়েছে পরীক্ষা সংক্রান্ত খরচ৷ অথচ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মাত্র ২৫টি কলেজ৷ সেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১০০টিরও বেশি কলেজ৷ স্বাভাবিক কারণেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বেহিসাবি খরচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷ তবে এবারের বাজেট নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন বলেন, ২৩টি বিভাগ ধরে ধরেই বাজেট তৈরি হয়েছে৷ এতদিন কীভাবে বাজেট হত তা তিনি জানেন না৷ তবে এবার তাঁরা পূর্ণাঙ্গ বাজেট তৈরি করেছেন৷ গত ১৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত বাজেট মিটিং-এ এই খসড়া বাজেট তৈরি হয়৷ তারপর অনুমোদনের জন্য তা উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে৷


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রকাশ

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page