জেলার ২৫২টি ক্লাবকে ১০ হাজার টাকার চেক
বুধবার মালদা জেলা পুলিশের উদ্যোগে ক্ষেত নদী উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হল শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, উত্তর মালদার সাংসদ মৌসম নূর, মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মেন্টর কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ অন্যান্য অতিথিরা। এদিন ২৫২টি ক্লাবকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। তার পাশাপাশি ২৯১ জনকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে।
২৫২টি ক্লাবকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ২৯১ জনকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত নদী উৎসবের সূচনা করেছিলেন। সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও এই উৎসবের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয় বিভিন্ন এলাকায়। সেই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন এলাকার মানুষ এবং স্থানীয় ক্লাবরা। অংশগ্রহণকারীদের এদিন পুরস্কৃত করা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments