ফুলহরের দাপটে ক্ষতিগ্রস্ত রতুয়ার দেবীপুর বাঁধ
top of page

ফুলহরের দাপটে ক্ষতিগ্রস্ত রতুয়ার দেবীপুর বাঁধ

জেলায় ভাঙন অব্যাহত। ফুলহরের দাপটে ক্ষতিগ্রস্ত রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর বাঁধ। ক্ষতির মুখে পড়তে চলেছে দেবীপুর সংলগ্ন এলাকার কুড়িটি গ্রাম। ফুলহরের (#FulaharRiver) দাপটে আতঙ্কিত গ্রামবাসীরা। ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে রিং বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে।



গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছরই ভাঙনের ফলে বহু জমি নদী গর্ভে চলে যায়। প্রশাসনকে বারবার জানানো হলেও বাঁধ মেরামতির কাজ হয়নি। এদিন বন্যা পরিদর্শনে আসেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু। তিনি বলেন, বাঁধ মেরামতের জন্য সরকার টাকা পাঠায়। কিন্তু কোনও কাজই হয় না। সেচ দপ্তরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করলেও বাঁধের কাজ হয়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। গ্রামবাসীরা তাঁকে আরও অভিযোগ করেছেন, সেচ দপ্তরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করতে এসে পিকনিক করে ফিরে চলে যাচ্ছে। যার ফল ভোগ করতে হচ্ছে গ্রামবাসীদের।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page