কার্নিভ্যালের খরচ কমাচ্ছে পুরসভা
top of page

কার্নিভ্যালের খরচ কমাচ্ছে পুরসভা

বাঙালির পিঠেপুলির সঙ্গে বাহারি কেক মিলেমিশে একাকার হতে চলেছে আর ১০ দিন পরেই

সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি৷ একধাক্কায় শীতটা যেন গ্রাম ছেড়ে লাফিয়ে পড়েছে শহরের রাস্তায়৷ কারোর তোরঙ্গ, কারোর আলমারি থেকে বেরিয়ে এসেছে শীতপোশাক৷ আজই প্রথম শহরের রাস্তাঘাটে রং-এর ফুলঝুরি৷ সব ঠিক থাকলে আগামী ২৫ তারিখ থেকে সাতদিনের জন্য রংবাহারি শহরের রাস্তা ভাসতে চলেছে আলোর রোশনাইয়ে৷ হ্যাঁ, এবারও মালদা শহরে বড়োদিনের কার্নিভ্যাল করার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে ইংরেজবাজার পুরসভা৷ এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ পুরসভায় চলছে বিশেষ বৈঠক৷ অবশ্য এত চিন্তাভাবনার মধ্যে থাকেনি জেলার আরেক শহর৷ পুরাতন মালদা পুরসভা অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার বড়োদিনে উৎসবের জোয়ার বইবে শহরের রাস্তাঘাটে৷ সব মিলিয়ে বাঙালির পিঠেপুলির সঙ্গে বাহারি কেক মিলেমিশে একাকার হতে চলেছে আর ১০ দিন পরেই৷ এখন সেই উৎসব শুধু চেটেপুটে চেখে দেখার অপেক্ষা৷


ফাইল চিত্র।

গত দু’বছর ধরে মালদা শহরে বড়োদিনের কার্নিভ্যালের আয়োজন করে আসছে ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ৷ এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানা যাচ্ছে৷ এই অনুষ্ঠানের জন্য আপাতত বরাদ্দ হয়েছে ১৫ লক্ষ টাকা৷ এমন উৎসব নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল পুরসভার ভিতর ও বাইরে থেকে৷ অর্থাভাবে জর্জরিত পুরসভার এমন অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল৷ কিন্তু সেই সমস্ত বিতর্ক এক লহমায় উড়িয়ে গিয়ে আজ বৈঠকের পর পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, মালদা শহরের মানুষ এই উৎসবের জন্য মুখিয়ে থাকে৷ তাদের কথা চিন্তা করে এবারও আমরা বড়োদিনের কার্নিভ্যাল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি৷ তবে এবার খরচ কিছুটা কমিয়ে আনা হচ্ছে৷ উৎসব চলাকালীন শহরের কিছু রাস্তা বন্ধ থাকে৷ তার জন্য অনেকের সমস্যা হয়৷ এবার যাতে সেই সমস্যা না হল তাও দেখা হচ্ছে৷ আজ ভাইস চেয়ারম্যান ও সিডব্লিউসি সদস্য সহ কয়েকজন কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন৷ বেশিরভাগ কাউন্সিলরই কার্নিভ্যালের পক্ষে রায় দিয়েছেন৷ এনিয়ে আগামীকাল আমরা আরও একটি বৈঠকে বসতে চলেছি৷ তারপরেই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷


চেয়ারম্যান আগামীকালের বৈঠকের কথা বললেও জানা গিয়েছে, এবারও বড়োদিনে মালদা শহরে কার্নিভ্যাল হচ্ছে৷ মহানন্দার ওপারে থাকা পুরাতন মালদার মতোই আলোয়, গানে মেতে উঠতে চলেছে এপারের মালদা শহর৷ তবে উৎসবের বিস্তারিত তথ্য আগামীকালই পাওয়া যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page