গরমে পানীয় জলের সমস্যায় নাজেহাল গ্রাম, বিক্ষোভ
সোলার লাইট উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে জেলাপরিষদ সদস্য। তীব্র গরমে পানীয় জলের সমস্যার কারণে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাটি ঘটেছে শনিবার মালদার চাঁচল-১ ব্লকের দামুয়া গ্রামে।
আজ সকালে চাঁচল-১ ব্লকের মাস্তিপাড়া, আসরাইল, থাহাঘাটি সহ বিভিন্ন এলাকায় সোলার লাইট উদ্বোধনে যান জেলাপরিষদ সদস্য সামিউল ইসলাম। দামুয়া গ্রামে সেই উদ্বোধনে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জেলাপরিষদ সদস্য সামিউল সাহেব।
দামুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু এলাকায় একটাও সাব-মার্সিবল নেই। একটি নলকূপ থাকলেও তা বিকল অবস্থায় পড়ে রয়েছে। পানীয় জল নিতে এলাকাবাসীকে কমপক্ষে ৫০০ মিটার দূর থেকে জল আনতে হয়। একাধিকবার বিষয়টি জানিয়েও কোনও ফল মেলেনি। আজ জেলাপরিষদ সদস্যকে সামনে পেয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেছেন তাঁরা।
জেলাপরিষদের সদস্য সামিউল ইসলাম জানান, তৃণমূল সরকার এই এলাকায় রাস্তা-ঘাট, আলোর ব্যবস্থা করেছে। এখানে দ্রুত সাব-মার্সিবল বসানো হবে।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা প্রসেনজিত শর্মা জানান, শুধু দামুয়া নয়, বহু এলাকায় এখনও পানীয় জলের অভাব রয়েছে। এই সরকার শুধু জনগণের টাকা নয়ছয় করছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments