চক্ষু ছানাবড়া! পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার শতাধিক বোমা
top of page

চক্ষু ছানাবড়া! পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার শতাধিক বোমা

পাঁচটি জারে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। আজ কালিয়াচকের নারায়ণপুর এলাকার উপস্বাস্থ্যকেন্দ্র থেকে ওই বোমাগুলি উদ্ধার হয়। বোমাগুলিকে উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে বম্ব স্কোয়াড।


Bomb recovered in Kaliachak

উল্লেখ্য, কালিয়াচকের মোজমপুর বরাবরই পুলিশের নজরে থাকে। এই এলাকা থেকে আগেও বোমা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে ওই এলাকায় একটি উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে পাঁচটি জারে বোমা দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের লোকজন বোমাগুলি উদ্ধার করে। জানা গেছে, মোট ১৪১টি বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে বম্ব স্কোয়াড।


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই বোমা সহ জারগুলি উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে রেখেছে, তা এখনও জানা যায়নি৷ বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page