সীমান্ত রক্ষীবাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন
top of page

সীমান্ত রক্ষীবাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন

১ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস। ১৯৬৫ সালের এই দিনে সীমান্ত প্রহরার দায়িত্বে তৈরি করা হয়েছিল একটি সম্পূর্ণ আলাদা কেন্দ্রীয় পুলিশবাহিনী যার নাম দেওয়া হয়েছিল সীমান্ত রক্ষীবাহিনী। সংক্ষেপে বিএসএফ। এই বাহিনী প্রতিষ্ঠার আগে স্থানীয় পুলিশ সীমান্ত পাহারা দিত। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর সীমান্ত সুরক্ষার কাজে এই বাহিনী গঠনের প্রয়োজন হয়।



প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সীমান্ত রক্ষীবাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্মশানি গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও পরস্পরের সঙ্গে সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ২৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার অনিলকুমার হোঁতকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। অনুষ্ঠানে ২০ জন সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ান ছাড়াও গ্রামবাসীরা রক্তদান করেন। এছাড়া সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বিভিন্ন সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page