top of page

কীটনাশক ব্যবহারে মৃত পরিযায়ী পাখি

অপরিমিত কীটনাশক প্রয়োগের ফলে পনেরোটি পরিযায়ী পাখির মৃত্যু হল৷ কালিয়াচক ২ এলাকায় গঙ্গার চর থেকে পাখিগুলির দেহ উদ্ধার হয়েছে৷কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার চরে বেশ কিছু পাখির দেহ পরে থাকতে দেখেন কিছু আলোকচিত্রী৷ ১৬টি পাখির মধ্যে ১টি পাখিকে বাঁচাতে পেরেছেন তাঁরা৷জানা গেছে, মৃত পাখিগুলি লিটিল স্টিন্ট ও টেমিংকস্‌ স্টিন্ট প্রজাতির৷চরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত জল পান করেই পাখিগুলির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওই আলোকচিত্রীদের।এক আলোকচিত্রী সুদীপ্ত মানি জানান, প্রতিবছরই শীতের সময় সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে পাখি এখানে আসে৷এবছরও অন্তত ৫০ প্রজাতির পাখি চরগুলিতে এসেছে৷চরের উর্বর পলিমাটিতে ব্যবহৃত কীটনাশকের ফলে জল দূষিত হচ্ছে। সেই জল পান করেই মৃত্যু হয়েছে পাখিগুলির।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page