কীটনাশক ব্যবহারে মৃত পরিযায়ী পাখি
top of page

কীটনাশক ব্যবহারে মৃত পরিযায়ী পাখি

অপরিমিত কীটনাশক প্রয়োগের ফলে পনেরোটি পরিযায়ী পাখির মৃত্যু হল৷ কালিয়াচক ২ এলাকায় গঙ্গার চর থেকে পাখিগুলির দেহ উদ্ধার হয়েছে৷কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার চরে বেশ কিছু পাখির দেহ পরে থাকতে দেখেন কিছু আলোকচিত্রী৷ ১৬টি পাখির মধ্যে ১টি পাখিকে বাঁচাতে পেরেছেন তাঁরা৷জানা গেছে, মৃত পাখিগুলি লিটিল স্টিন্ট ও টেমিংকস্‌ স্টিন্ট প্রজাতির৷চরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত জল পান করেই পাখিগুলির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওই আলোকচিত্রীদের।



এক আলোকচিত্রী সুদীপ্ত মানি জানান, প্রতিবছরই শীতের সময় সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে পাখি এখানে আসে৷এবছরও অন্তত ৫০ প্রজাতির পাখি চরগুলিতে এসেছে৷চরের উর্বর পলিমাটিতে ব্যবহৃত কীটনাশকের ফলে জল দূষিত হচ্ছে। সেই জল পান করেই মৃত্যু হয়েছে পাখিগুলির।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page