ভুট্টার খেত থেকে উদ্ধার ব্যাগ ভরতি বোমা, চাঞ্চল্য চাঁচলে
ভুট্টার খেত থেকে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল চাঁচল থানার গৌরহন্ড পঞ্চায়েতের শান্তিপুর হঠাৎপাড়ায়। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।
আজ সকালে চাষিরা ওই ভুট্টার জমিতে দুটি নাইলনের ব্যাগ দেখতে পান। সেই ব্যাগে তাজা বোমা লুকিয়ে রাখা ছিল। খবর দেওয়া হয় চাঁচল থানায়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি খতিয়ে দেখেন। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল। বম্ব স্কোয়াডের সদস্যরা বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কে বা কারা এই বোমাগুলি জমিতে মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, ৩৮টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen