খনন কাজ চলাকালীন আদালত চত্বরে মিলল প্রাচীন ইতিহাসের নিদর্শন, সংরক্ষণের দাবি
ভবন নির্মাণের জন্য মালদা জেলা আদালত চত্বরে চলছিল খনন কাজ। মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসল প্রাচীন পাথর। ওই পাথরের চারিদিকে নকশা কাটা, মাথার উপর ছোটো গর্ত। আদালত চত্বরে এমন পাথর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো এই পাথর পতাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হত। এক সময় জেলা আদালত চত্বরে নীলকর সাহেবদের নীলকুঠি ও অফিস ছিল। অনেকেই আবার ধারণা করছেন, এই পুরনো পাথরটি শিবলিঙ্গ। যদিও জেলার ইতিহাসবিদরা পাথরটি দেখে অনুমান করছেন, এই পাথরটি আসলে পাল-সেন আমলের ভোটিভ স্তূপ। বৌদ্ধ ধর্মের নিদর্শন। মালদার জগজীবনপুর গ্রামে বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে। আর তা থেকেই মালদায় বৌদ্ধদের অবস্থান সম্পর্কে সহজেই ধারণা করতে পারেন ইতিহাসবিদরা।
তবে ইংরেজবাজার চত্বরে এই স্তূপ উদ্ধার কিছুটা অবাক করছে জেলার ইতিহাসবিদের। কারণ, এর আগে এই এলাকায় বৌদ্ধদের অস্তিত্বের কোনও চিহ্ন পাওয়া যায়নি। আদালত চত্বরে উদ্ধার এই ইতিহাসের সংরক্ষণ করার দাবি উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে।
দেখুন ভিডিয়োঃ
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments