top of page

বিরোধীদের দূরে সরিয়ে সদস্য সংগ্রহে একাগ্র আপ

বাংলায় আপের সদস্য সংগ্রহ নিয়ে তৃণমূলের রাজ্যস্তরের নেতৃত্বদের মাথায় খানিকটা চিন্তার ভাঁজ দেখা গেলেও আপকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে, বাংলায় আপের আগমণকে বিজেপির নতুন কৌশল বলে মনে করছে সিপিএম নেতৃত্ব। তবে বিরোধীদের গুরুত্ব না দিয়ে সদস্য সংগ্রহে ঝাপিয়ে পড়েছে আপ আদমি পার্টির সদস্যরা।


পাঞ্জাব দখলের পর বাংলা অভিযানে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রতুয়ার দুটি ব্লকের পাশাপাশি হরিশ্চন্দ্রপুরেও সদস্য সংগ্রহ অভিযানের ক্যাম্প নিয়ে চিন্তাভাবনা করছে কেজরিওয়ালের দল। আপের জেলা যুব সভাপতি শেখ আজহারউদ্দিন জানান, ক্যাম্পের মাধ্যমে সরাসরি দলের সদস্য সংগ্রহ করা হচ্ছে। মানুষ ভালো সাড়া দিচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এই রাজ্যের প্রতিটি জেলায় লড়ব। দিল্লি মডেলে এই রাজ্যেও আমরা উন্নয়ন করতে চাই।



রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক জানান, আপ পাঞ্জাবে ক্ষমতায় এলেও বাংলায় কোনও প্রভাব ফেলতে পারবে না। কিছু সদস্য সংগ্রহ করে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে পারলেও একটি বুথও দখল করতে পারবে না আপ।


সিপিএমের জেলা কমিটির সদস্য জুহুর আলম জানান, দিল্লি জয়ের পরপরই আপ পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করেছিল। কিন্তু তাতে সফল হতে পারেনি কেজরিওয়ালের দল। পাঞ্জাব জয়ের পর তারা ফের সেই চেষ্টা করছে। আমাদের ধারণা, বিজেপি আঞ্চলিক দলগুলিকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এই সরকারের বিকল্প একমাত্র বামফ্রন্ট।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page