top of page

ডেঙ্গু উপসর্গ মালদা মেডিকেলে, স্বীকার কর্তৃপক্ষের

Updated: Aug 14, 2020

ডেঙ্গু উপসর্গ নিয়ে বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রায় ১০ জন। মেডিসিন ওয়ার্ডেই ওই রোগীদের চিকিৎসা চলছে। তবে মেডিকেল কর্তৃপক্ষ ওই রোগীদের মশারি দিয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছে।



মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে বর্তমানে প্রায় ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে সমস্ত রোগীর প্লেটলেট কাউন্ট এক লক্ষের বেশি রয়েছে। সাধারণ জ্বর নিয়ে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে মেডিসিন ওয়ার্ডে। প্রতিদিন বহির্বিভাগেও জ্বরে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। ডেঙ্গু উপসর্গ নিয়ে মালদা মেডিকেল কলেজে বর্তমানে ভর্তি রয়েছে বামনগোলার মঞ্জু দাস সরকার ও দেবব্রত সরকার। মানিকচকের সবতুরা খাতুন (১৮)। মিলকির আসনারা খাতুন, পুরাতন মালদার নরেশ শা ও কালিয়াচকের হাসান ও শাবির হোসেন।


এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, মালদা মেডিকেল কলেজে কিছু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে তাদের প্লেটলেট এক লক্ষের বেশি রয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মশারি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক কমেছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page