Summer Malda
 
Aamader Malda - Feature
অপু-দুর্গাদের গ্রীষ্মের ছুটির গল্প

২৬

জুন ২০১৭
আলিফিয়া আলি
সংহিতা ঝা

২২ মে থেকে ১০ জুন পর্যন্ত আমাদের গরমের ছুটি চলছিল৷ এইদিনগুলিকে কাটাবার জন্য আমরা ঠিক করেছিলাম বাড়িতে বসেই আনন্দ করে কাটাব৷ 

এবছর আমার গরমের ছুটি মোটামুটি কেটেছে৷ গরমের ছুটি পড়েছিল ২২ তারিখ৷ অর্থাৎ ২২ মে ২০১৭৷ সেদিনই আমাদের স্বআয়োজিত শ্রেণি অনুষ্ঠান শেষ হয়েছিল৷

শ্রী দাশগুপ্ত

আজ সকালে মা গেল কলেজে নিজের কাজে৷ ঘুম থেকে উঠে আমি আর বাবা গেলাম অ্যাক্সিস মলের স্নো পার্কে৷ ওখানে এত বরফ নিয়ে খেলেছি যে আমার ঠান্ডা লেগে গিয়েছিল৷

অদ্রিজ গুপ্ত

গরমের ছুটির প্রথম দিনই শুরু হল ‘পোস্ত’ সিনেমাটি দেখে এবং বাজার থেকে আমার হস্টেলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে৷  সেই দিন রাত্রেই ট্রেনে করে বাড়ি ফিরে এলাম৷ 

Painting Hrittika Mandal
ঋত্বিকা মণ্ডল

বাংলার অনেক ঋতু বৈচিত্র্য আছে৷ গ্রীষ্ম আমাদের প্রথম ঋতু৷ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল৷  এই ঋতু দিয়ে বাংলার বছর শুরু হয়৷ এই সময় সূর্যের প্রখর তাপ বাড়ে৷ এই তাপের থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের গরমের ছুটি পড়ে৷

উপমা দত্ত

এই গরমের ছুটিতে আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম৷ মালদা থেকে দীঘা এক্সপ্রেস ট্রেনে করে দীঘা৷ আমরা যে হোটেলে ছিলাম সেখানে সুইমিং পুল এবং খেলার জন্য আলাদা জায়গা ছিল৷ 

প্রচেতা কুণ্ডু

গরমের ছুটিতে আমি লাটাগুড়ির জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম মা-বাবার সাথে৷ সেখানে আমরা একটি রিসর্টে ছিলাম৷ খুব সুন্দর সে জায়গা৷ ঘন বন ও শান্ত পরিবেশে আমি জঙ্গলে ঘুরেছি...

Debditya Thakur Drawing
দেবদিত্য ঠাকুর

ছুটিতে আমি মানালিতে গিয়েছিলাম বেড়াতে স্কুলের সাথে৷ ১৫ মে আমরা রওয়ানা দিলাম৷ ট্রেনে বড়ো দিদি-দাদাদের সাথে আনন্দ করতে করতে পৌঁছালাম দিল্লি...

অত্রিজা দাস

গরমের ছুটি আমি খুব মজাতে কাটিয়েছি৷ খুব মজা করেছি এবং ঘুরতে গিয়েছিলাম৷ আমি গরমের ছুটিতে এক্সপো গেছি৷ রোজ সকালে-বিকালে সাইকেল চালিয়েছি আর ঘুরতে গেছি...

ঋতমা দাস

গ্রীষ্মকাল আসার আগেই সবাই বলে - ‘আবার আসছে ওই পচা গরম’৷ কিন্তু আমি সারা বছর ধরে গ্রীষ্মের ছুটির জন্য অপেক্ষা করে থাকি৷ এইসময় আমরা কোথাও ঘুরতে যাই...

Painting Ishani-Adhikari
ঈষাণী অধিকারী

গরমের ছুটিতে আমি এবার মালদাতেই ছিলাম৷ গরমের ভয়ে মামার বাড়ি আগেই বেড়িয়ে এসেছি৷ গরমকাল মানেই শুধু ঠান্ডা খোঁজা৷ মানে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা শরবত খাওয়া, আইসক্রিম খাওয়া, আর ঠান্ডা জলে স্নান করা৷

দেবনীল যাদব

এবার গরমে শারীরিক অসুস্থতার কারণে খুব বেশি আমরা ঘুরতে, আনন্দ করতে পারিনি৷ কিন্তু মানুষমাত্রই সুদূরের পিয়াসী৷ ভ্রমণে যেতে কার না মন চাই? 

রিষিতা ঘোষ

গ্রীষ্মে খুব গরম পরে৷ এই কারণে প্রত্যেক স্কুল ও কলেজ, অফিসে ছুটি দেয়৷ সবাই এই ছুটিতে বাইরে যায়৷ আমরাও গিয়েছিলাম কিন্তু স্কুলের ট্রিপ থেকে৷ আমরা গিয়েছিলাম সিমলার কুলু-মানালীতে...

Aamader Malda Summer Camp