top of page

বিডিওর গাড়ির ধাক্কা স্কুল ভ্যানে, আহত ৯ শিশু

বিডিওর গাড়ির সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষে আহত ৯ পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে কলেজের কাছে জাতীয় সড়কের ওপর। স্থানীয় বাসিন্দারা আহত পড়ুয়াদের ওই গাড়িতে করেই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহত পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, অভিভাবকেরা বিডিওর গাড়ির চালকের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন।



জানা গেছে, ১২ জন খুদে পড়ুয়া স্কুল ভ্যানে চেপে স্কুলে যাচ্ছিল। পিপলা কলেজ সংলগ্ন জাতীয় সড়কে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিওর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভ্যানটির পেছনে ধাক্কা মারে। তবে সে সময় গাড়িতে বিডিও ছিলেন না। দুর্ঘটনায় আহত হয় ৯ শিশু। আহত ৯ জন শিশুকে বিডিওর গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা হরিশ্চন্দ্রপুর থানায় হাজির হয়। অভিভাবকদের পক্ষ থেকে বিডিওর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page