আমাদের মালদা ডিজিট্যাল

Jul 14, 2021

পর্যটনে নজর কাড়তে নতুন পরিকল্পনা সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রে

জেলার পর্যটন শিল্পে উন্নতি করতে সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। আজ সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করে জানালেন রাজ্যে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

বুধবার সকালে ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো, ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরি সহ অন্যান্যরা। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রে তৈরি করা হয়েছে ইকোপার্ক। জেলার পর্যটন শিল্পে আরও উন্নতির জন্য সাগরদিঘিতে পরিকাঠামোগত উন্নয়নের চিন্তাভাবনা করা হয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই এই উদ্যোগ নিয়েছেন সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন জানান, সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য তাঁর কাছে আবেদন করা হয়েছিল। সাগরদিঘি নিয়ে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। আজ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সাগরদিঘি পরিদর্শন করা হয়েছে।

[ আরও খবরঃ সাবধান! মালদায় সাইবার প্রতরণার শিকার শিক্ষক ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন