আমাদের মালদা ডিজিট্যাল

Dec 14, 2022

একগুচ্ছ দুর্নীতির অভিযোগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর

আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের দুর্নীতির অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ইংরেজবাজারে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের যদুপুর-২ গ্রামপঞ্চায়েতের গোপালপুর এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্য পর্যন্ত সকলেই টাকা নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাঁদের ঘর মেলেনি। এমনকি তাঁদের ১০০ দিনের কাজ, বার্ধক্য ভাতা সমস্ত কিছু বন্ধ হয়ে পড়ে রয়েছে। বারবার এনিয়ে পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে আজ তাঁরা পথ অবরোধ করেছেন।

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সনেকা মণ্ডল। তিনি বলেন, কেউ প্রমাণ করতে পারবে না তিনি কোনো ব্যক্তির থেকে টাকা নিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। এমনকি নিজে টাকা খরচ করে রাস্তা করেছি। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

[ আরও খবরঃ কলেজে ভরতি হতে না পেরে অধ্যক্ষের ঘরে বিক্ষোভ পড়ুয়াদের ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন