আমাদের মালদা ডিজিট্যাল

Aug 31, 2022

আমগাছে ঝুলন্ত পুলিশের দেহ, মৃত্যু ঘিরে রহস্য

পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রতুয়ায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পুলিশকর্মীর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

মৃত পুলিশকর্মীর নাম যতনকুমার রায় (৫২)৷ বাড়ি রতুয়া থানার বাহারাল গ্রামপঞ্চায়েতের বাখড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে কলকাতা পুলিশে গাড়ি চালকের চাকরি পান যতনবাবু৷ বর্তমানে তিনি এক আইপিএস অফিসারের গাড়ি চালাতেন৷ সোমবার নাতির জন্মদিন উপলক্ষ্যে বাড়ি এসেছিলেন যতনবাবু৷ গতকাল নাতির জন্মদিনে অংশ নেওয়ার পর আজ সকালে বেরিয়ে যান৷ সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা যতনবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান৷

যতনবাবুর পরিবারের এক সদস্য জানান, আজ সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান যতনবাবু৷ ঘণ্টাখানেক পর স্থানীয়দের মারফত তাঁর জানতে পারেন, যতনবাবুর দেহ আমগাছে ঝুলছে৷ কেন তিনি আত্মহত্যা করলেন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউ।

[ আরও খবরঃ ভাঙনে তলিয়ে গেল ১০ মাসের শিশু ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন