আমাদের মালদা ডিজিট্যাল

May 5, 2020

বাংলাদেশে পাচারের আগে কালিয়াচক পুলিশের হাতে আটক প্রচুর মাদক

Updated: Sep 24, 2020

লকডাউন চলাকালীন হাজার বোতল মাদক উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে জলুয়াবাধাল বাজার এলাকা থেকে একটি অ্যাম্বাসাডর গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় ১ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। পুলিশ এই ঘটনায় কালিয়াচকের কদমতলার বাসিন্দা গাড়ির চালক হারুন শেখকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চারটি নাইলনের বস্তার মধ্যে ফেনসিডিল সিরাপের বোতলগুলি রাখা ছিল। হারুন শেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, শেরশাহীর বাসিন্দা শেখাবর তাঁকে এই নিষিদ্ধ কাশির সিরাপগুলি কদমতলা গ্রামে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। যেগুলি পরে বাংলাদেশে পাচার করা হত। পুলিশ ভারতীয় মাদক ও প্রসাধনী আইনের ২৭(এ) ও আরডব্লিউ ১২০(বি) ধারায় মামলা রুজু করেছে। ধৃত গাড়ির চালক হারুন শেখকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মঙ্গলবার জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।

টপিকঃ #DrugNews