আমাদের মালদা ডিজিট্যাল

May 10, 2021

নির্বাচিত প্রতিনিধিরাও তৃণমূলের হাতে আক্রান্ত, বললেন সায়ন্তন

ভোটের পর এই রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ বেশি হচ্ছে৷ দেশ ভাগের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর এমন নির্যাতন আগে কখনও হয়নি৷ মালদায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।

তিনি বলেন, নির্বাচনের পর তৃণমূলের অত্যাচারে বিজেপির এক লক্ষ নেতা-কর্মী ঘরছাড়া৷ এমনকি নির্বাচিত প্রতিনিধিরাও তৃণমূলের হাতে আক্রান্ত৷ তাঁদের সঙ্গে দেখা করতেই তিনি মালদায় এসেছেন৷ ঘরছাড়া নেতা-কর্মীদের কীভাবে ঘরে ফেরানো যায়, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে এগুলি খতিয়ে দেখতে যাবেন তিনি। করোনা পরিস্থিতি মাথায় রেখেই শাসকদলের আক্রমণের বিরুদ্ধে বিজেপি এখনও আন্দোলনে নামেননি৷ তবে সরকার ও প্রশাসন শাসকদলের এই হামলা বন্ধ করতে না পারলে কিংবা তাঁদের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর ব্যবস্থা না করা হলে করোনা আবহের মধ্যেই বিজেপি আন্দোলন করতে বাধ্য হবে।

[ আরও খবরঃ করোনায় মৃত ইংরেজবাজারের জয়েন্ট বিডিও ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন