আমাদের মালদা ডিজিট্যাল

Oct 28, 2020

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের

বিজয়ার বিষাদ সুরের মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ হয়েছে। চলছে নিরঞ্জনের পালা। এরই মধ্যে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের দুই বোনের। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বামনগোলার চাঁদপুর গ্রামপঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে।

মৃত ওই দুই বোনের নাম পারমিতা মণ্ডল (১৫) ও অঙ্কিতা মণ্ডল (৮)। বাড়ি বামনগোলার চাঁদপুর গ্রামপঞ্চায়েতের নন্দিনাদহ এলাকায়। পারমিতা দশম শ্রেণির ও অঙ্কিতা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মৃত দুই বোনের বাবা রুইদাস মণ্ডল পেশায় দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোতে হাঁসপুকুর গ্রামে মেজো দিদির বাড়ি বেড়াতে আসে দুই বোন। আজ দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নদীতে স্নান করতে যায় দুই বোন। হঠাৎ নদীতে তলিয়ে যেতে থাকে অঙ্কিতা। তা দেখতে পেয়ে ছোটো বোনকে উদ্ধার করতে যায় বড়ো বোন পারমিতা। বোনকে বাঁচানোর চেষ্টায় সেও নদীতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দুই বোনের খোঁজে তল্লাশি শুরু করে। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি তালিয়ে দুই বোনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।

[ আরও খবরঃ পুজো শেষে ইংরেজবাজারে ‘করোনাসুর’ দহন ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন