আমাদের মালদা ডিজিট্যাল

Dec 7, 2020

মোথাবাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, রাজনৈতিক চাপানউতোর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক বিতর্ক মালদায়। এই ঘটনা কেন্দ্র করে একে অপরকে কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল।

উল্লেখ্য, গতকাল রাতে গীতামোড় এলাকায় হানা দিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম মনিরুল হক ওরফে মিন্টু (২৭) ও নিয়ামত আলি (৩৩)। ধৃতদের বাড়ি ভুতনী থানার উত্তর চণ্ডীপুর এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান তারা আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচকে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, ভোটের মুখে শাসকদল আগ্নেয়াস্ত্র মজুত করে সন্ত্রাস চালাতে চাইছে। জেলা জুড়ে একাধিক বিস্ফোরণ হলেও পুলিশ প্রশাসন সেই ঘটনাগুলো ধামাচাপা দিতেই ব্যস্ত। তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, পশ্চিমবঙ্গে সুশাসন আছে। মোথাবাড়ির ঘটনা তার প্রমাণ। বিজেপির নেতারা এখন বোমা-বারুদ বিশেষজ্ঞ হয়েছেন।

[ আরও খবরঃ চার লক্ষ টাকার ব্রাউন শুগার সহ ধৃত তিন ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন