আমাদের মালদা ডিজিট্যাল

Jun 8, 2020

লকডাউনের পরে ধর্মীয় স্থান খুলতেই সংঘর্ষ, মৃত এক

Updated: Aug 10, 2020

দীর্ঘ লকডাউনের পরে ধর্মীয় স্থান খুলতেই টাকা-পয়সা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও দু’জন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার আজিমটোলা এলাকায়।

মৃত ব্যক্তির নাম আসিরুদ্দিন শেখ (৫০)। আহত দুই ব্যক্তির নাম মুস্তাফা হোসেন ও আখতারুল আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্দেশে খোলা হয়েছে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থান খুলতেই ধর্মীয় স্থানের ১০ হাজার টাকা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। নিমেষের মধ্যে ঝামেলা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে মৃত্যু হয় আসিরুদ্দিনের। আহত হন মুস্তাফা হোসেন ও আখতারুল আলম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সকাল থেকে গোটা এলাকা ঘিরে পুলিশি টহল চলছে।

টপিকঃ #ধর্মীয়স্থান