আমাদের মালদা ডিজিট্যাল

May 26, 2020

দুই যাত্রী নিয়ে চলাচলে ছাড়পত্র পেতে টোটো প্রশাসনের দ্বারস্থ

Updated: Aug 11, 2020

মার্চের ২৫ তারিখ থেকে করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি করা হয়েছিল লকডাউন। এখন চলছে চতুর্থ পর্যায়ের লকডাউন। এইসময় বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। ছাড়া দেওয়া হয়েছে বেশ কিছু দোকান পাটের ক্ষেত্রে। তবে এখনও পর্যন্ত প্রশাসনিক ভাবে জেলায় টোটো চলাচলের অনুমতি দেওয়া হয়নি। আজ টোটোচালকদের পক্ষ থেকে মালদা জেলা ব্যাটারিচালিত ই-রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটাস ইউনিয়নের মাধ্যমে টোটো চলাচলের অনুমতি চেয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হন চালকরা। পরে জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি।

সংগঠনের সম্পাদক মুকুল কর্মকার জানান, লকডাউনে সমস্ত কিছুকে ছাড় দেওয়া হয়েছে। শুধু শহরে টোটো চলাচলের অনুমতি দেওয়া হয়নি। লকডাউনে চরম আর্থিক সংকটে পড়েছেন টোটোচালকরা। তাই দু’জন যাত্রী নিয়ে শহরে টোটো চালানোর অনুমতি, বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবি নিয়ে আজ জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন তাঁরা।

টপিকঃ #Toto