আমাদের মালদা ডিজিট্যাল

Aug 18, 2022

পদের রদবদলে ক্ষোভ, ফের প্রকাশ্যে তৃণমুলের গোষ্ঠী কোন্দল

ব্লক সভাপতি পদে রদবদল নিয়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের তুলসিহাটা অঞ্চল সভাপতি মনোজ রাম। তিনি দাবি করেছেন, দলের মধ্যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। যতদিন দলে ব্যক্তিবাদ চলবে ততদিন দল থেকে দুর্নীতি মুক্ত হবে না। এদিকে, অঞ্চল সভাপতির দলে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাঁচলের বিধায়ক।

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দলের ক্লিন ইমেজ বজায় রাখতে রাজ্য জুড়ে জেলা ও ব্লক সভাপতি পদে রদবদল করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। পদচ্যুত হয়ে দুদিন আগেই জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছিলেন রতুয়া-১ ব্লকের অপসারিত সভাপতি। এবার দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের তুলসিহাটা অঞ্চল সভাপতি মনোজ রাম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি দাবি করেছেন, কোনও আলোচনা না করেই ব্লকের কমিটি দুইভাগে ভাগ করে দেওয়া হল। এক বিধানসভার বাসিন্দাদের অন্য বিধানসভার দায়িত্বে দেওয়া হয়েছে। এক সময় যারা তাঁদের রক্ত ঝরিয়েছে, এখন তাঁরাই তাঁদের মাথায় বসছে। দলের এসব সিদ্ধান্তে অনেক পুরোনো কর্মী বসে গিয়েছে। হয়তো আবেগ প্রকাশের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার কিংবা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। চামচাগিরি বন্ধ না হলে পঞ্চায়েত ভোটে দলে প্রভাব পড়বে।

[ আরও খবরঃ ভারত অন্তর্ভূক্তির ৭৫ বছর পূর্তিতে মালদায় উড়ল তেরঙ্গা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন