আমাদের মালদা ডিজিট্যাল

Jul 11, 2020

করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, সুস্থ রোগীর সংখ্যা ৬৬১

Updated: Aug 7, 2020

মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। রোজদিনই নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। অন্যদিকে দেশে আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

গত ২৭ এপ্রিল জেলায় প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগির হদিশ মেলে। এরপর ২৫ মে তারিখে সেই আক্রান্তের সংখ্যা বেড়ে একশো হয়। অর্থাৎ প্রথম একশো আক্রান্ত হতে সময় লাগে ২৮ দিন। প্রথম সংক্রমণের ৭৫ দিন পর শনিবার জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ১০৩২ জন। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৪৫ জনের রিপোর্ট ‘পজিটিভ’ মিলেছে। এরমধ্যে মালদা জেলায় নতুন ৪৩ জন আক্রান্তের খোঁজ মিলেছে। সাথে দক্ষিণ দিনাজপুরের দুইজন সংক্রমিত। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর, আক্রান্তদের মধ্যে বন দফতরের কর্মী ও ব্যাংকের কর্মীরাও রয়েছেন৷ রাজ্য সরকারের গতকালের বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন জেলায় মোট ৬৬১ জন, মৃত সাতজন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নতুন ৪৩ জন আক্রান্তদের মধ্যে ১৫ জন ইংরেজবাজার শহর এলাকার বাসিন্দা। শহরে এদিন এক নম্বর গভর্মেন্ট কলোনি, বিদ্যাসাগরপল্লি, দেশবন্ধুপাড়া, সর্বমঙ্গলাপল্লি, ফুলবাড়ি, কৃষ্ণপল্লির বাপুজি কলোনি, সিঙ্গাতলা, উত্তর বালুচর, বিচিত্রা মার্কেট, মহেশপুর বাগানপাড়া, বাঁশবাড়ি গোঁসাইঘাট, মালঞ্চপল্লি, মহেশমাটি রিকশা স্ট্যান্ড, মকদমপুর এবং ঘোড়াপীরের রায়পাড়ায় সংক্রমণের খোঁজ মিলেছে। ওল্ড মালদা পুরসভা এলাকাতেও এদিন দুইজন আক্রান্ত হয়েছেন।

এছাড়া কালিয়াচকের-১ নম্বর ব্লকে নয়জন, ২ নম্বর ব্লকে আটজন ৩ নম্বর ব্লকের তিনজন আক্রান্ত। বাকিদের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম, হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী, মানিকচকের নুরপুর, চাঁচল, রতুয়ার সামসী এলাকায় বসবাস।

মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে সোয়াব টেস্টের সংখ্যা ৪০ হাজার অতিক্রম করেছে। এই পরীক্ষাগারে তিন জেলা মিলিয়ে মোট ১,৫২৫ টি টেস্টের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। শুক্রবার রাত আটটা পর্যন্ত পাওয়া খবরে জেলার ভাইরোলজি বিভাগে ৩৮১টি টেস্ট হয়েছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষাগারে মালদা জেলার ১৭২টি লালারসের নমুনা আসে। সাথে দক্ষিণ দিনাজপুর থেকে ২০৪টি নমুনাও জমা হয়। তিন জেলা মিলিয়ে মোট আক্রান্ত ধরা পড়েছে ৯০২ জন। ৪০৯টি নমুনার কাজ এখনও চলছে।

টপিকঃ #CoronaVirus