আমাদের মালদা ডিজিট্যাল

Oct 31, 2020

প্রথম দার্জিলিং সফরে মালদায় সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল

উত্তরবঙ্গ সফরের পথে মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুললেন রাজ্যপাল। আজ দুপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এনজেপি যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সাংবাদিক সঙ্গে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্টেশনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও স্বাধীন সরকার।

রাজ্যপাল বলেন, সারা বিশ্বের সামনে এই দেশ এখন পরিবর্তন হচ্ছে। গত ৭০ বছরে যা হয়নি এখন তা হচ্ছে। ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ হবে, তা কেউ ভেবেছিল? রাম মন্দির নিয়েও অনেক কথা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায় সকলেরই জানা। চেষ্টা থাকলেই সমস্যায় সমাধান করা যায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই হবে। এই প্রথম দার্জিলিং-এ যাচ্ছি। সেখানে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে জড়িত লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানকার পর্যটন আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও চিন্তাভাবনা হবে। প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন, আপনারা মানুষের জন্য সরকারি কাজ করুন, কোনও রাজনৈতিক দলের কাজ নয়৷ আপনারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে গণতন্ত্রের উপরেই আঘাত হানছেন৷ আমার চোখের সামনে এসব ঘটনা ঘটছে৷

[ আরও খবরঃ রায়দের প্রাচীন লক্ষ্মীপুজোয় এবছর মেলার মেয়াদ কমল ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন