আমাদের মালদা ডিজিট্যাল

May 15, 2020

২০ যাত্রী নিয়ে জেলাতেও সোমবার চলবে বাস, বাধ্যতামূলক মাস্ক

Updated: Jun 29, 2021

মালদা জেলার করোনা সংক্রমিত জোন ছাড়া অন্যান্য এলাকায় বাস পরিসেবা শুরু করার সিদ্ধান্ত নিল জেলা পরিবহন দফতর। তবে প্রতিটি বাসে ২০ জনের বেশি যাত্রী বহন করা হবে না বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বাসে ওঠার আগে সকলকে হাত স্যানিটাইজড করতে হবে। যাত্রীদের পরতে হবে মাস্ক

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ডিপো ইনচার্জ উত্তম মজুমদার জানান, জেলার করোনা সংক্রমিত এলাকা ছাড়া অন্যান্য এলাকার বাস পরিসেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বাসে ২০ জনের বেশি যাত্রী বহন করা হবে না। বাসে ওঠার আগে সকলকে হাত স্যানিটাইজড করতে হবে। যাত্রীদের পরতে হবে মাস্কও। আপাতত বৈষ্ণবনগর ও গাজোল রুটে বাস চলাচল করবে।

মালদা জেলা আরটিও বোর্ডের সদস্য দুলাল সরকার জানান, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার এক বৈঠকে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, বেসরকারি বাস মালিকরাও ন্যূনতম ২০ টাকা ভাড়ায় ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে রাজি হয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সামনে ইদ আসছে, লকডাউনে ছোটো গাড়িগুলি বন্ধ। সংখ্যালঘু সম্প্রদায় কেনাকাটা করতে যেন শহরে আসতে পারেন তাই বাস পরিসেবা চালু করা হচ্ছে।