আমাদের মালদা ডিজিট্যাল

Jun 2, 2020

বাড়ছে ভিড়, লাফিয়ে বাড়ছে সংক্রামণ

Updated: Aug 11, 2020

বিকেল পাঁচটা পর্যন্ত হলেও মালদার রাস্তায় গাড়ির সারি, ছোটোবড়ো সব দোকানে ভিড়, দফতরে নিয়মিত আসছেন কর্মীরা, আনলক ওয়ানের দ্বিতীয় দিনের ছবিটা এইরকমই। মানুষের মধ্যে বেশ লক্ষ্য করা যাচ্ছে পুরোনো ছন্দে ফেরার এক প্রাণপণ চেষ্টা। সেখানে ছন্দপতন ঘটিয়ে গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও ১০জন। নতুন আক্রান্তদের মধ্যে তিনজন রতুয়া-২ ব্লকের বাসিন্দা। এছাড়া হবিবপুর থেকে দু’জন এবং রতুয়া-১ নম্বর ব্লক, হরিশ্চন্দ্রপুর, গাজোল, ওল্ড মালদা ও মানিকচক থেকে একজন করে আক্রান্ত। রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩

মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৬৩৯টি নমুনার পরীক্ষায় ১৭ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। ১০টি মালদা জেলার, আর ছয়টি দক্ষিণ দিনাজপুরের। একটি মালদা জেলার পুরোনো করোনা আক্রান্তের পুনরায় টেস্ট। আরও ৬২২টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷

মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে মালদা জেলার ৭৫৫টি লালারসের নমুনা আসে। সাথে দক্ষিণ দিনাজপুর থেকে ১২৯টি নমুনাও জমা হয়। মেডিকেল কলেজের পরীক্ষাগারে ‘ব্যাকলগ’-এর সংখ্যা এদিন ৬৮৩টি। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন অবধি ১৭,৬৮৯টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

টপিকঃ #CoronaVirus #CovidPositive