আমাদের মালদা ডিজিট্যাল

Jan 22, 2021

শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে? প্রশ্ন বঙ্গরত্নের

সাফাই অভিযানে সময় মতো পুর কর্তৃপক্ষের দেখা না মেলায় ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরলেন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র৷ ঘন কুয়াশার কারণেই কর্মসূচিতে দেরি হয়েছে বলে দাবি করেছেন পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ৷

নেতাজি জন্মজয়ন্তীকে সামনে রেখে আজ পুরসভার পক্ষ থেকে শহরে সাফাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সকাল আটটায় সকলের জমায়েত হওয়ার কথা ছিল৷ সময় মতো জমায়েতস্থল, মালদার উঠোনে এসে পৌঁছন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র। সময়ে এসে পৌঁছন পুরসভার বেশ কয়েকজন কর্মীরাও৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পুরসভা কর্তৃপক্ষের দেখা না মেলায় একরাশ ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান শক্তিপদবাবু৷ প্রায় ঘণ্টাখানেক পরে শুরু হয় সাফাই কর্মসূচি।

শক্তিপদবাবু জানান, পুরসভার এহেন মানসিকতায় তিনি হতবাক৷ পুরসভার কর্মীরা সময় মতো এসে পৌঁছলেও, তাঁরা কেউ জানেন না কেন জমায়েত করেছেন৷ পুরসভায় এমন চলতে থাকলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে?

[ আরও খবরঃ জেলায় দ্বিতীয় বইমেলার প্রস্তুতি শুরু ]

ঘটনাপ্রসঙ্গে নীহারবাবু জানান, ঘন কুয়াশার কারণে সাফাই অভিযান শুরু করতে খানিকটা দেরি হয়েছে৷ সাফাই কর্মীরাও দূরপ্রান্ত থেকে আসেন। খানিকটা দেরি হলেও সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করা হয়েছে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন