আমাদের মালদা ডিজিট্যাল

Jan 21, 2021

জেলায় দ্বিতীয় বইমেলার প্রস্তুতি শুরু

Updated: Jan 22, 2021

শুরু হতে চলেছে জেলার দ্বিতীয় বইমেলা। আগামী ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে বসবে এই মেলা। আজ মেলার মাঠ পরিদর্শন করলেন জেলা গ্রন্থাগার আধিকারিক ড: প্রবোধ মাহাতো সহ প্রশাসনের আধিকারিকেরা।

উল্লেখ্য, গত ১৮ বছর ধরে চাঁচলে হয় বেসরকারি উদ্যোগে বইমেলা। কমিটির সদস্যরা চাঁদা তুলে এই বইমেলার আয়োজন করতেন। অবশেষে সরকারি উদ্যোগে শুরু হতে চলেছে চাঁচল বইমেলা। চলতি মাসের ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এই মেলা। কমিটি সূত্রে জানা গিয়েছে, বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি।

জেলা গ্রন্থাগার আধিকারিক ড: প্রবোধ মাহাতো বলেন, চাঁচলে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে বইমেলা।

আজ আমরা বইমেলার মাঠ পরিদর্শন করলাম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই মেলা শুরু হবে। সরকারি বইমেলা হওয়ায় খুশি চাঁচলবাসী সহ বইপ্রেমীরা। বইমেলা কমিটির সদস্য তথা বইপ্রেমী আবদুল সাত্তার জানান, রাজ্য সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চাঁচলে সরকারি উদ্যোগে বইমেলার। অবশেষে আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি।

[ আরও খবরঃ গনির মাটিতে বিজেপি-মিম নিয়ে সতর্ক ববি ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন