আমাদের মালদা ডিজিট্যাল

Mar 4, 2021

স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদের উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

Updated: Mar 5, 2021

দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মৃত ছাত্রীর নাম শবনাম খাতুন (১৯)। শবনম ইংরেজবাজারের প্রান্তপল্লি গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শবনম। বাড়ির লোকদের না জানিয়ে দুই বান্ধবীকে আর্থিক সাহায্য করতে এক মহাজনের থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়ে তাদের দিয়েছিল শবনম। তার বান্ধবীরা কিছুদিনের মধ্যে সেই টাকা ফেরত দিয়ে দেবে এমনটাই কথা ছিল। কিন্তু মহাজনের তাগাদা আসায় শবনম বান্ধবীদের থেকে টাকা ফেরত চাইতে গেলে তারা টাকা ফেরত করতে অস্বীকার করে। এনিয়ে তাদের সঙ্গে বিবাদ হয় শবনমের। অন্যদিকে, মহাজন টাকা না পাওয়ায় শবনমের বাড়িতে টাকা চাইতে আসেন। টাকা দিতে না পারায় অপমানিত হতে হয় শবনম ও তার পরিবারের লোকদের। এই অপমান সহ্য করতে না পারায় আত্মহত্যা করে শবনম বলে পরিবারের দাবি।

ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

[ আরও খবরঃ বীজ রাখার বন্ড না পেয়ে জাতীয় সড়ক অবরোধ চাষিদের ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন