আমাদের মালদা ডিজিট্যাল

Oct 8, 2022

মেডিকেল কলেজ পরিদর্শনে বিধায়ক, পরিকাঠামো দেখে ক্ষোভ

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃ-মা বিভাগে বিভাগ পরিদর্শন করলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি।

মাতৃমা বিভাগের ওয়ার্ডগুলি প্রদর্শন করে মায়েদের সাথে কথা বলেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করে নিজেদের নাম লাগিয়ে মানুষকে বঞ্চিত করছে। সেই কারণে প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা গত পাঁচ মাস ধরে বন্ধ ছিল। তবে আবার সেই প্রকল্পের সুবিধে পেতে চলেছেন মায়েরা।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের মাতৃ-মা বিভাগে চিকিৎসা পরিসেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের এক একটি বেডে ছয় জন করে বাচ্চা এবং মা ভরতি রয়েছেন। অনেকে হাতে স্যালাইনের চ্যানেল হাতে নিয়ে বেড না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওয়ার্ডে সিনিয়র ডাক্তার কিংবা ইনটার্ন কেউ নেই। কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে। সেই টাকা এখানেও পাঠানো হচ্ছে। অথচ সেই টাকা মানুষের জন্য ব্যবহার হচ্ছে না। এই হাসপাতাল মেডিকেল কলেজের যোগ্য নয়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাব।

[ আরও খবরঃ স্নান করতে গিয়ে পুকুর থেকে মিলল মৃতদেহ, চাঞ্চল্য হবিবপুরে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন