আমাদের মালদা ডিজিট্যাল

Jan 8, 2021

ভবঘুরে শিশুদের শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ

ভবঘুরে শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশনে ভবঘুরে শিশুদের নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

এই ক্যাম্পে শিশুদের স্কুলমুখী করতে নানা বার্তা দেওয়া হয়। পাশাপাশি পোশাক এবং শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় শিশুদের হাতে। জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া শিশুদের পোশাক ও শিক্ষা সামগ্রী তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, আরপিএফ আইসি মহাশ্বেতা মাইতি, জিআরপি আইসি ভাস্কর প্রধান, স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান সহ অন্যান্যরা।

পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, স্টেশনের আশেপাশে অনেক সরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে। ভবঘুরে শিশুদের স্কুলমুখী করতে তাঁদের এই কর্মসূচি।

[ আরও খবরঃ সারদা-কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবি, পথে কংগ্রেস ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন