আমাদের মালদা ডিজিট্যাল

Jul 14, 2020

বিধায়কের রহস্যমৃত্যুতে মালদায় আটক এক ব্যাংক কর্মী

Updated: Aug 7, 2020

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্তের স্বার্থে মালদার এক ব্যক্তিকে আটক করে রায়গঞ্জ নিয়ে যাওয়া হল বৃহস্পতিবার। রায়গঞ্জের পুলিশের পক্ষ থেকে মালদার দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হলেও একজনের সন্ধান মেলেনি।

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্তে রায়গঞ্জ পুলিশ মালদা জেলার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জে নিয়ে যেতে চায়। রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশকে ওই দুজনকে আটক করতে বলা হয়। একজন মালদা শহরের মকদুমপুর এলাকার বাসিন্দা নিলয় সিংহ, অন্যজন চাঁচল-১ ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের বাসিন্দা মাবুদ আলি৷ জেলা পুলিশ আজ সকালে ফ্ল্যাট থেকে আটক করে নিলয় সিংহকে। বিকেলে রায়গঞ্জ পুলিশ তাকে রায়গঞ্জে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিলয় ব্যাংকের কর্মী। আবার ওই ব্যাংকের ব্যাংকের পরিচালন কমিটির সদস্য ছিলেন নিহত বিধায়ক৷ অন্যদিকে, মাবুদ প্রতারক হিসাবে চাঁচলে পরিচিত৷ দীর্ঘদিন ধরে রায়গঞ্জে যাতায়াত রয়েছে মাবুদের। গতকাল থেকে এলাকায় মাবুদকে দেখা যায়নি। স্থানীয় মানুষের অনুমান, বিধায়কের মৃত্যুর পরেই গা ঢাকা দিয়েছে মাবুদ৷

ঘটনাপ্রসঙ্গে মালদার পুলিশসুপার কিংবা কোনও পুলিশ আধিকারিক কিছু বলতে রাজি হননি৷ তাঁদের বক্তব্য, এই ব্যাপারে রায়গঞ্জ পুলিশই যা বলার বলবে৷