আমাদের মালদা ডিজিট্যাল

Sep 10, 2020

নদীগর্ভে তলিয়ে গেছে জমি, পুনর্বাসনের দাবিতে বামফ্রন্ট

Updated: Sep 11, 2020

মালদা জেলার কালিয়াচক, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে ভয়াবহ গঙ্গা ভাঙনে কয়েকশো বিঘা জমি তলিয়ে গেছে নদীগর্ভে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। সমস্যায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। এই পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ও গঙ্গা ভাঙনের সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল মালদা জেলা বামফ্রন্ট।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র, কৃষক সভার জেলা নেতা বিশ্বনাথ ঘোষ সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরা। বিশ্বনাথ ঘোষ বলেন, ভাঙন এলাকায় পুনর্বাসনের দাবিতে আজ এই ডেপুটেশন দেওয়া হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন