আমাদের মালদা ডিজিট্যাল

Jan 13, 2021

ভোটের রণকৌশল ঠিক করতে মালদায় জাভেদ খান

একুশের নির্বাচনের আগে নিজেদের রণকৌশল ঠিক করতে মালদায় এলেন এআইসিসির সাধারণ সম্পাদক ও এই জেলার কংগ্রেস অবজারভার জাভেদ খান৷ আজ তিনি কোতোয়ালি ভবনে দলীয় নেতৃত্বকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন৷ বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরি, ইশা খান চৌধুরি, ভূপেন্দ্রনাথ হালদার সহ আরও কিছু প্রথম সারির নেতা৷ তবে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি৷ এখনও পর্যন্ত এনিয়ে মুখ খোলেননি কংগ্রেসের কোনো নেতা৷

বৈঠক শুরুর আগে জাভেদ সাহেব বলেন, আসন্ন নির্বাচনে দলের রণকৌশল মূলত প্রদেশ ও জেলা নেতৃত্বই ঠিক করবে৷ এবারও আমরা এই রাজ্যে বামেদের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করব৷ এই জোট মানুষের স্বার্থে করা হবে৷ তাই মানুষের স্বার্থকেই জোটের শর্ত হিসাবে আমরা বামফ্রন্টের সামনে রাখব৷ এর আগে এখানে আমরা বেশ কিছু আসনে জিতেছিলাম৷ এবার আসনপ্রাপ্তির সংখ্যা আরও বেশি হবে বলেই আমাদের ধারণা৷ একটা কথা মনে রাখতে হবে, গত ৪৫ বছর ধরে আমরা বাংলার মানুষের স্বার্থে লড়াই করে যাচ্ছি৷

[ আরও খবরঃ অপেক্ষার অবসান ঘটিয়ে মালদায় এল করোনা ভ্যাকসিন ]

জাভেদ সাহেব আরও বলেন, এই রাজ্যে বিজেপি কোনো ফ্যাক্টর নয়৷ মানুষ এই তামাশার দলকে নিজেদের ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবে৷ আসলে বর্তমানে মিডিয়াকে কুক্ষিগত করে রেখেছে বিজেপি৷ তাই ছোটো ছোটো ঘটনাও এখন বড়ো করে দেখানো হচ্ছে৷ মানুষকে বিভ্রান্ত করতেই এই কৌশল নেওয়া হয়েছে৷ আসন্ন নির্বাচনে মানুষ এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে৷ আর এই রাজ্যে এমন একটি সরকার রাজত্ব করছে, যাদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই৷ তারা মানুষের কথা ভাবে না৷ তাই এই মুহূর্তে এই রাজ্যে কংগ্রেসই একমাত্র বিকল্প৷ আমরা মানুষের কাছে সেই বার্তাই দিতে চাইছি৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন