আমাদের মালদা ডিজিট্যাল

Jan 29, 2021

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূতনি থানার পুলিশ।

মৃত গৃহবধূর নাম শান্তি মণ্ডল (২৭)। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে ভূতনির ডোমনটোলা গ্রামের বাসিন্দা সনাতন মণ্ডলের সাথে বিয়ে হয় শান্তিদেবীর। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দু’জনে ভিনরাজ্যে কাজ করত। অভিযোগ, প্রায় বছর খানেক আগে সনাতন স্ত্রীকে বাবার বাড়িতে রেখে ভিনরাজ্যে কাজে যায়। এদিকে শান্তিদেবীকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে তুলতে চাইছিল না। শেষমেশ বাবার বাড়িতে থাকতে শুরু করেন শান্তিদেবী। দীর্ঘ সময় ধরে সনাতন কোনোরকম সম্পর্ক রাখেনি শান্তিদেবীর সঙ্গে। সন্তানদের দেখভালের জন্য খরচ না পাঠানোয় দিনমজুরি করতে শুরু করেন শান্তিদেবী। পরিবারের আর্থিক অনটন ও স্বামীর অবহেলায় মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শান্তিদেবী বলে দাবি পরিবারের। আজ সকালে পরিবারের লোকজন শান্তিদেবীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

[ আরও খবরঃ ৩৮১ কোটির বাজেট পেশ করল জেলাপরিষদ, নজর রাস্তায় উন্নতিতে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন